কোটি টাকার বিদেশি শাড়ি ফেলে পালিয়ে গেলো পাচারকারীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৮ নভেম্বর ২০২১

মোংলায় শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা বিপুল পরিমাণ বিদেশি শাড়ির একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। গত দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে শাড়ির অবৈধ এ চালান জব্দ করেন তারা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বার্তায় এতথ্য জানিয়েছে কোস্টগার্ড। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পশ্চিম জোনের (মোংলা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, মঙ্গল ও বুধবার—এ দুদিন অভিযানে চালিয়ে শাড়ির এ চালান জব্দ করা হয়। ওই চালানের মধ্যে ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদর ছিল। এগুলোর মূল্য এক কোটি ১৫ হাজার টাকা।

উদ্ধার মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এরশাদ হোসেন রনি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।