পুকুরে হাঁস নামায় প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২০ নভেম্বর ২০২১
ফাইল ছবি

 

ঝিনাইদহের মহেশপুরে মুজিবুর রহমান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। শনিবার ভোরে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত মুজিবুর রহমান উপজেলার নাটিমা ইউনিয়নের নষ্টী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে শুক্রবার উভয় পরিবারের মাঝে ঝগড়া হয়। মুজিবুর সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে মুজিবুরের অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে সকালে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে প্রতিবেশী কামালের পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিবাদ হয়। এক পর্যায়ে মুজিবুর রহমানের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে ভোরে মানিকগঞ্জ পৌছাঁলে মারা যায় সে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।