আচরণবিধি লঙ্ঘন করায় ৬ প্রার্থীর ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২১ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ছয় প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে চারজন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন সদস্য প্রার্থী।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

Lakshmipur1

রামগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চন্ডিপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী ও ভাদুর ইউনিয়নের একজন সদস্য প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাচনী আচরণবিধি অক্ষুন্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে রায়পুরের চরপাতা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী ও এক সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Lakshmipur1

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ উপস্থিত ছিলেন।

রায়পুরের ইউএনও অঞ্জন দাশ ও রামগঞ্জের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তবে জানতে চাইলেও অর্থদণ্ডপ্রাপ্ত প্রার্থীদের নাম বলেননি তারা।

কাজল কায়েস/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।