নৌকা পেতে অন্য প্রার্থীরা ঢাকায়, ক্ষেতে ব্যস্ত যুবলীগ সভাপতি
যমুনা, ঝিনাই, সুবর্ণখালী নদীবিধৌত ‘প্রাচ্যের ড্যান্ডি’ খ্যাত সরিষাবাড়ী জামালপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা। ‘কোটিপতি বানানোর মেশিন’ হিসেবে পরিচিত দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা এ উপজেলায় অবস্থিত হওয়ায় জেলার অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু সরিষাবাড়ী উপজেলা।
উপজেলার সাতটি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অর্ধশতাধিক। ‘সোনার হরিণ’ নৌকা পেতে সবাই হাইকমান্ডে দৌড়ঝাপ করলেও মাঠপর্যায়ে কয়েক দিন ধরে গণসংযোগ বা জনসম্পৃক্ততা নেই অধিকাংশ মনোনয়নপ্রত্যাশীর। আজ-কাল ঘোষণা হতে পারে দলীয় প্রার্থীদের নাম। তাই বেশিরভাগ প্রার্থীই এখন অবস্থান করছেন ঢাকায়।

তবে ব্যতিক্রম দেখা গেলো ৭ নম্বর কামরাবাদ ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের বেলায়। সবাই যখন নৌকার মনোনয়ন পেতে টানা কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করে লবিং চালাচ্ছেন, ঠিক তখনও নিজের জমিতে ফসল ফলাতে ব্যস্ত ব্যতিক্রমী এ প্রার্থী। রোববার (২১ নভেম্বর) দুপুরে ব্যতিক্রমী এ চিত্র দেখা গেছে।
সূত্র জানায়, ৭ নম্বর কামরাবাদ ইউনিয়নে নৌকার মনোনয়ন চেয়েছেন ১০ জন। এর মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ক্ষমতার খুব কাছাকাছি থাকলেও নিজের আয় বলতে পুরোপুরি কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে তিনি জড়িত। দিনের বেশিরভাগ সময় তার ব্যয় হয় দলীয় ও সামাজিক কাজে। বাকি সময় মনোযোগ দেন নিজের কৃষি খামারে। ভোরে ঘুম থেকে জেগেই লেগে পড়েন নিজ হাতে গরু-ছাগল প্রতিপালন ও ক্ষেতে বীজ-সার-কীটনাশক ছিটানোসহ চাষাবাদের কাজে। এলাকায় তিনি আদর্শ কৃষক হিসেবেও পরিচিত।
যুবলীগ নেতা আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমি কৃষক পরিবারের সন্তান। আমি মানুষের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, সবশেষে পরিবারের জন্য কাজ করি। আমার দায়িত্ব দলের জন্য কাজ করা, মনোনয়নের জন্য ঢাকায় বসে থেকে কী করবো? দল যদি আমাকে যোগ্য মনে করে, তবেই আমি মনোনয়ন পাবো।’

তিনি আরও বলেন, সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি, মনোনয়ন নিয়ে আমি মোটেও চিন্তিত নই। দল যাকে যোগ্য মনে করবে তিনি দলের মনোনয়ন পাবেন। আমি মনোনয়নবঞ্চিত হলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবো।
জানা গেছে, আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। তৃণমূলের দাবি, তুলনামূলক সজ্জন, ত্যাগী ও জনবান্ধব নেতাদের হাতেই তুলে দেওয়া হোক মনোনয়ন।
নাসিম উদ্দিন/এসআর/জিকেএস