ছয় মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১২ বছর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২১

ছয় মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১২ বছর। তারপরও শেষ রক্ষা হলো না। শনিবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল জেলার কালিয়া থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মেরাজ মোল্লাকে (৩৭) গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

গ্রেফতার মেরাজ মোল্লা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর-গওহরডাঙ্গা গ্রামের হিরু মোল্লার ছেলে। তিনি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। রোববার (২১ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মেরাজ মোল্লাকে ২০০৯ সালে মাদক আইনে ছয় মাসের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। পরে তার মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে পুলিশ। আধুনিক প্রযুক্তির সহায়তায় নম্বর ট্রেস করে নড়াইলের কালিয়া থেকে তাকে গ্রেফতার করে উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মামুন।

মেহেদী হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।