ফেসবুক নিয়ে ঝগড়া, বিষপানে স্ত্রীর মৃত্যুর পর স্বামীরও আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

পাবনার সাঁথিয়ায় অভিমান করে বিষপানে স্ত্রীর মৃত্যুর পর আত্মহত্যা করেছেন স্বামীও। শনিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্ত্রী ও রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়।

মৃতরা হলেন- উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর ছেলে রাকিব ব্যাপারী (২৫) ও তার স্ত্রী মারিয়া খাতুন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে পারিবারিকভাবে প্রায় বছর খানেক আগে তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে ফেসবুক চালানোকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় অভিমান করে মারিয়া বিষপান করেন। স্বজনরা তাকে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুটা সুস্থ হলে শুক্রবার তাকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু পরদিন শনিবার সকালে মারিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে, মারিয়ার দাফন শেষে ওইদিন সন্ধ্যায় গ্যাসের ট্যাবলেট সেবন করেন তার স্বামী রাকিব। স্বজনরা তাকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে রাত ১২টার দিকে রাকিবও মারা যান।

রোববার বিকেল ৫ টার দিকে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটে। থানায় দুটি ইউডি মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।