কোম্পানীগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি  নোয়াখালী
প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৩ নভেম্বর ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়িতে গাঁজা চাষ করায় মনির হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে চরপার্বতী ৯নম্বর ওয়ার্ড চরপূর্বানী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে গাঁজা গাছের দুইটি চারা জব্দ করা হয়েছে।

আটক মনির হোসেন চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা (নম্বর-১৪) হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চরপার্বতী ইউনিয়নের চরপূর্বানী গ্রামে অভিযান চালাই। এসময় বাড়ির আঙ্গিনায় চাষ করা গাঁজা গাছের দুইটি চারাসহ মনির হোসেনকে আটক করা হয়।

আটক মনির হোসেনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ।

ইকবাল হোসেন মজনু/কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।