নিখোঁজের দেড় ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ
জামালপুরের মেলান্দহে নিখোঁজের দেড় ঘণ্টা পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে তোবা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে ওই শিশুর মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি এলাকায় ধানক্ষেত থেকে ওই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু ওই গ্রামের রোকনুজ্জামান উকিলের মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহর ভাতিজি।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান, নিহত শিশু আমার ভাতিজি। তার মৃত্যুর কারণ আমরা খুঁজে পাচ্ছি না।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ময়নুল ইসলাম জাগো নিউজকে জানান, শিশুটির মরতেহ রাতেই উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায় নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে।
মো. নাসিম উদ্দিন/কেএসআর/জেআইএম