বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া: এ্যানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০২১

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া। রাজনীতিতে ঐতিহ্য ভাবমূর্তি নিয়েই তিনি নেতৃত্বে দিয়ে আসছেন। বর্তমানে একটি ফ্যাসিবাদী শাসক, নিশি রাতের সরকার ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছে। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার-নির্যাতন এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছিল। এখন বাসায় অন্তরীণ রেখে তার ওপর সেই নির্যাতন এবং দমন নীতি অব্যাহত রেখেছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার আগে তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসককে এ স্মারকলিপি দেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রীর ওপর অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতায় তাকে জিম্মি করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। দেশের মানুষ একটি সেন্টিমেন্ট নিয়ে আন্দোলন-সংগ্রামে নেমেছে। দেশের মানুষ মনোবল এবং সাহস নিয়ে রাজপথে নেমেছে। এ মুহূর্তে একটিই দাবি দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, হারুনুর রশিদ বেপারীসহ দলীয় নেতাকর্মীরা।

কাজল কায়েস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।