ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫, আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৪ নভেম্বর ২০২১

সামাজিক দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার রতনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মতিয়ার রহমান ও সাইদুর রহমানের দুটি সামাজিক দল আছে। বেশ কয়েকদিন আগে সাইদুরের সমর্থক হযরত আলী একটি খাট বানাতে দেন মতিয়ারের সমর্থক রোনা মিস্তির কাছে। খাট তৈরি ও টাকা পরিশোধ নিয়ে বুধবার সকালে হযরত ও রোনা মিস্ত্রির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। তবে কেউ এখনো মামলা বা কোনো অভিযোগ করেনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।