ঘরে ঢুকে ঘুমন্ত যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৭ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে রেজাউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রেখে যায়। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

নিহত রেজাউল উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।

নিহতের প্রতিবেশী ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। এসময় সবার হৈ চৈ শুনে ঘুম ভাঙে। সেখানে গিয়ে দেখি কারা তাকে উপুর্যপুরি কুপিয়ে রেখে গেছে। এরপর তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, সংবাদ পাওয়ার পর সেখানে রওনা দিয়েছি। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।