ধুনটে ভোটগ্রহণ শুরু হলো এক ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৮ নভেম্বর ২০২১

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের পীরাপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রত্যন্ত অঞ্চলের এই কেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জামাদি (সিল) পৌঁছাতে বিলম্ব হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়।

রোববার সকাল ৯টার দিকে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ উপজেলার ১০টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই উপজেলার ৯০টি কেন্দ্রের মধ্যে পীরাপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২১৫৭ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চয় কুমার মহন্ত জানান, ওই কেন্দ্রের ভোটগ্রহণের সরাঞ্জামাদি পৌঁছাতে একটু বিলম্ব হয়েছে। তবে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।