ফল ঘোষণায় ‘গড়িমসি’ করায় ভোটকেন্দ্র ঘেরাও, গুলিতে নিহত ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ইউনিয়নে নির্বাচনের ফল ঘোষণায় দেরি করার জেরে ভোটকেন্দ্র ঘেরাও করেছেন স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা। পরে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের অবরুদ্ধ করেন।
খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে যায় বিজিবি ও পুলিশ। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে শাহপলি আহমেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত চারজন।
রোববার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ডিঘোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত শাহপলি আহমেদ ওই ইউনিয়নের হাবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- অমিত রায়, সবুজ আলী, সুজা আহমেদ, রহিমা বেগম। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভোটকেন্দ্রে দায়িত্বরত চৌকিদার খগেন জানান, ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করতে দেরি করেন প্রিজাইডিং অফিসার। এ নিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। পরে প্রিজাইডিং অফিসার ভোটগণনা শেষে নৌকা প্রতীকের প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।
খগেন বলেন, ‘নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর চশমার প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্র ঘেরাও করেন। এসময় প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ করা কর্মকর্তারা চলে গেলেও একটি কক্ষে তিনজন পুলিশ সদস্যসহ ১৫/১৬ আনসার সদস্য আটকা পড়েন।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পীরগঞ্জের ইউএনও আবু তালেব মো. সামসুজ্জামান পুলিশ ও দুই প্লাটুন বিজিবি সদস্য নিয়ে ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে গুলি ছোড়ে বিজিবি সদস্যরা। এতে শাহপলি আহমেদসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। শাহপলি ঘটনাস্থলে মারা যান। অন্যদের হাসপাতালে পাঠানো হয়।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক অফিসার রাকিবুল ইসলাম চয়ন বলেন, ‘গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। তাদের ওপরে হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে বিজিবি গুলি ছুড়েছে। এতে একজন নিহত হয়েছেন।’
তানভীর হাসান তানু/এএএইচ