ভোট বর্জন করেও জয়ী হলেন নৌকার প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:৪৩ এএম, ২৯ নভেম্বর ২০২১

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

তবে ভোট চলাকালে ৫নং দুওসুও ইউনিয়নে নৌকার প্রার্থী সোহেল রানা নির্বাচন বর্জন করেন। তার অভিযোগ ছিল, আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা প্রশাসনের সহায়তায় কেন্দ্রদখল ও জোরপূর্বক ব্যালটে সিল মেরেছেন। ফলে ভোট সুষ্ঠু হয়নি।

তবে ভোটগ্রহণ শেষে গণনার পর দুওসুও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্জন করা প্রার্থী সোহেল রানাই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ২১১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

নৌকার সমর্থক জামশেদ বলেন, ‘যতোই কারচুপি করুক, ভালো মানুষের বিজয় হবেই। সোহেল রানা ভালো মানুষ, মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আশা করছি, তার হাত ধরে এলাকার অনেক উন্নয়ন হবে।

তানভীর হাসান তানু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।