বড় ভাইয়ের ভোট দিতে কেন্দ্রে গিয়ে ধরা ছোট ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৯ নভেম্বর ২০২১

বড় ভাই ঢাকায় থাকেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে এলাকায় যেতে পারেননি। তার ভোট দিতে কেন্দ্রে যায় ১৫ বছর বয়সী কিশোর অসীম। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোটও দেয় সে। তবে পরে আটক হয় অসীম। বাতিল করা হয় তার সিল দেওয়া ব্যালট পেপারটিও।

রোববার (২৮ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের তারাঞ্জু বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তার মতোই ঢাকায় থাকা বড় ভাইয়ের ভোট দিতে এসে আটক হয় ১৭ বছর বয়সী তরুণ সফিকুলও। তবে অসীম ভোট দিতে পারলেও সফিকুল ভোট দেওয়ার আগেই আটক হয়।

অসীম বলে, ‘আমার বড় ভাই অনন্ত ঢাকায় চাকরি করেন। বড় ভাইয়ের ভোট দিতে বাবা আমাকে কেন্দ্রে পাঠান। আমি ভোটটা নৌকা মার্কায় ভোট দিয়েছি।’

জাল ভোট দিতে এসে আটক সফিকুল বলে, ‘আমার ভাইয়ের নাম জাহাঙ্গীর ইসলাম। তিনি ঢাকায় থাকেন। তার ভোট দিতে এসেছিলাম। আমি আসতে চাইছিলাম না। তবে মানিক নামে এলাকার এক বড় ভাই আমাকে জোর করে ভোট দিতে পাঠিয়েছে। তিনি নৌকার পক্ষের লোক।’

আমজানখোর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, ‘তারা দুজনে তাদের বড় ভাইয়ের ভোট দিতে এসেছিল। যেটিকে আমরা জাল ভোট বলে থাকি। তাদেরকে আটক করেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তানভীর হাসান তানু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।