দাওয়াত খেয়ে ফিরছিলেন যুবক, পথে ছুরিকাঘাতে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৫:৪১ এএম, ৩০ নভেম্বর ২০২১

বগুড়ায় খান্দারে পুরাতন সোনালী ব্যাংকের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন শাজাহানপুর উপজেলার ফুলতলা (কানপাড়া) এলাকার শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, মোহন তার দুই বন্ধু বাপ্পী ও লিখনের সঙ্গে দাওয়াত খেতে যান। সেখান শিবলী নামে এক বন্ধুকে খান্দারে বাড়িতে নামিয়ে দিয়ে ফেরার পথে সিঅ্যান্ডবি গোডাউনের সামনে কয়েকজন তাদের পথরোধ করেন। এসময় পূর্বের এক দ্বন্দ্ব নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোহনকে ছুরিকাঘাত করেন প্রতিপক্ষরা। তারা মোহনের দুই বন্ধুকেও লাঠি দিয়ে বেদম মারধর করেন। মারধরের এক পর্যায়ে প্রতিপক্ষরা চলে গেলে মোহনকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পর মোহন মারা যান।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি। তবে ফুলতলা এলাকার এক যুবলীগ নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজীসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম বলেন, মোহনের সঙ্গে আহত অবস্থায় আরও দুইজন হাসপাতালে আসেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে মোহনকে রেখে চলে গেছেন।

সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।

কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।