ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় সোহান চৌধুরী (২৭) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ধরন্তি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান চৌধুরী নাসিরনগর উপজেলার ডাকবাংলো এলাকার ঠিকাদার জিল্লু চৌধুরীর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সোহান তার মোটরসাইকেলযোগে জেলা শহর থেকে নাসিরনগর নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে ধরন্তী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহান চৌধুরী নিহত হন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/এআরএ