সুনামগঞ্জে আফ্রিকাফেরত প্রবাসীর বাসায় লাল পতাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০১ ডিসেম্বর ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট (ধরন) ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বুধবার (১ ডিসেম্বর) বিকেলে ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।