পাকিস্তানি জার্সি গায়ে খেলা দেখা দর্শকরা দেশের কলঙ্ক

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০২ ডিসেম্বর ২০২১

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘স্বাধীন দেশে পাকিস্তানি জার্সি গায়ে দিয়ে যারা মাঠে খেলা দেখতে গেছে তাদের লজ্জা হওয়া উচিত। তারা আসলেই প্রকৃত বাংলাদেশি নয়। দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, তারা সুযোগ পেলে দেশের ক্ষতি করবে। তাই এসব ভাইরাসকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ছাতক উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে কেউ বাঁধা দিলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। বাংলাদেশের পরিচয় ছিল ভিক্ষুক, মিস্কিনের জাতি হিসেবে। ১২ বছরে একটানা পরিশ্রম করে আমাদের সাহসী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাঙালিদের পৃথিবীতে সমাজে মর্যাদায় বসার সুযোগ দিয়েছেন।

ছাতক পৌরসভার মেয়র আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী প্রমুখ।

লিপসন আহমেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।