আজানের আগে দরুদপাঠ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৪ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বাদ জুমা জেলা শহরের ভাদুঘরে এ ঘটনা ঘটে।

আহত ১০ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ জুমা মসজিদের ইমাম হাফেজ আব্দুল আহাদকে আজানের আগে দরুদ পাঠ করতে নিষেধ করেন ভাদুঘর খাদেমপাড়ার মৃত রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া। এরই জেরে বাগবিতণ্ডা হলে সোহেল একই এলাকার মৃত আলী আফজালের ছেলে দেলোয়ার হোসেন লিটন (৩৫) ও তার ভাতিজাকে মসজিদে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে এনিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দেলোয়ার ও সোহেলের পরিবারের মধ্যে পূর্ববিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় মসজিদে দরুদ পড়া নিয়ে এ ঘটনা ঘটে।

আবুল হাসনাত/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।