ছেলেকে কাজে যেতে বলায় বাবাকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ছেলের হাতে খুন হয়েছেন ছোট্টু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। সোমবার (০৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছোট্টু মিয়ার স্ত্রী মিনারা বেগমও আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘাতক ছেলে মনির হোসেনকে (৩০) আটক করেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট্টু মিয়া নরসিংদীর একটি ইটভাটা এবং মনির সিলেটের আরেকটি ইটভাটার শ্রমিক ছিলেন। সম্প্রতি বাবা-ছেলে তাদের কর্মস্থল থেকে বাড়িতে আসেন। সোমবার বিকেলে মনিরকে ইটভাটায় আবার যাওয়ার জন্য বলেন বাবা ছোট্টু মিয়া। এনিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মনির উত্তেজিত হয়ে বাবা ছোট্টু মিয়ার মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। এ সময় মা মিনারা বেগম এগিয়ে গেলে তাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে গুরুতর আহতবস্থায় ছোট্টু মিয়া ও মিনারাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে ছোট্টু মিয়ার মৃত্যু হয়।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলে মনিরকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় ছোট্টু মিয়ার ছোট ভাই মজিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আবুল হাসনাত/এফএ/জেআইএম