কোটালীপাড়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় পদ হারালেন আ’লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় পদ হারালেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন লিটু, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু ছাইদ শিকদারের মোবাইল নম্বরে বারবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। ২৬ ডিসেম্বর পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মেহেদী হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।