বেপরোয়া অটোরিকশা কেড়ে নিলো শিশুর প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সাইফুল ইসলাম (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে রামগড়ের তৈছালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল কালাডেবা এলাকার বাসিন্দা মো. আবুল বাসারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল তৈছালাপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হলে জালিয়াপাড়া থেকে রামগড়গামী বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ছেলেটি মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক অটোরিকশাটি ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।