টাঙ্গাইলে সড়কে ঝরলো পিকআপ চালকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপভ্যান চালক কাউসার আহম্মেদ (২০) সামাদ আলীর ছেলে। আহতরা হলেন নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০)। হতাহত সবার বাড়ি মির্জাপুর উপজেলায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে মির্জাপুরগামী মালবাহী একটি পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক নিহত ও পিকআপে থাকা আরও দুইজন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।