চাহিদা মেটাতে ভারত থেকে গ্যাস আনার পরিকল্পনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুল হাসান বলেছেন, দক্ষিণাঞ্চলের গ্যাসের চাহিদা মেটাতে ভারত থেকে গ্যাস আনার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ভোলায় গ্যাস পাওয়া গেলে তা দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে একথা বলেন পেট্রোবাংলার চেয়ারম্যান।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

jagonews24

এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান আরও বলেন, পদ্মাসেতু দিয়েও এ অঞ্চলে গ্যাস সরবরাহ করা হবে। এ লাইনটি গোপালগঞ্জের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নেওয়া হবে।

পেট্রোবাংলার ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।