কক্সবাজার বিমানবন্দরের লিফট ভেঙে ৪ যাত্রীকে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

কক্সবাজার বিমানবন্দরে আটকা পড়া চার যাত্রীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করেছে দমকল বাহিনী। শনিবার (১১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় বিমানবন্দরের ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় তারা আটকা পড়েন। প্রায় একঘণ্টা পর সকাল ১০টায় তাদের দরজা ভেঙে উদ্ধার করা হয়।

যাত্রীরা হলেন, বিপ্লব কুমার মহাজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন। এরা সকলেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকালের ফ্লাইটের যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, সকালে বিমানবন্দরের লিফটের ভেতরে ইউএস-বাংলা বিমানের চার যাত্রী আটকা পড়েন। বিষয়টি বিমানবন্দরের কর্মচারীরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাত হোসাইন বলেন, লিফটে আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরের ফ্লাইটেই ঢাকায় গেছেন।

উল্লেখ্য, বিমানের ধাক্কায় গরু মারা যাওয়ার ঘটনা ঘিরে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার কক্সবাজার বিমানবন্দরে লিফটের ভেতরে যাত্রী আটকা পড়ার ঘটনা ঘটলো। পর্যটন মৌসুমে আন্তর্জাতিক একটি বিমানবন্দরে একের পর অঘটনের বিষয়টি গভীরভাবে তদারকি করার দাবি সংশ্লিষ্টদের।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।