ওয়ানগালা উৎসবে নেত্রকোনার গারোরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে শুরু হয়েছে দুদিনব্যাপী গারোদের প্রধান উৎসব ওয়ানগালা। ‘ওয়ানা’ শব্দের অর্থ হচ্ছে দেব-দেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা। এদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশেই সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্গম হয় এবং তা পরিপক্বতা ঘটায়। তাই ফসল গ্রহণের আগে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয় এ উৎসব।

একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়ে থাকে। তাই প্রতিবছর শস্য ঘরে তোলার পর সূর্য দেবতাকে খুশি করতেই ওয়ানগালার আয়োজন করে পাহাড়ি গারো সম্প্রদায়ের লোকজন।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে ওয়ানগালা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ মানু মজুমদার, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।

এইচ এম কামাল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।