ঋণ খেলাপির দায়ে নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

ঋণ খেলাপির দায়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলম মল্লিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জাগো নিউজকে বলেন, ঋণ খেলাপি থাকায় মাহাবুব আলম মল্লিকের মনোনয়ন বাতিল হয়েছে। তিনি চাইলে জেলা নির্বাচন অফিসে আপিল করতে পারবেন।

মনোনয়ন বাতিলে বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম মল্লিক বলেন, উচ্চ আদালতের রায় আছে। ব্যাংক কর্তৃপক্ষ রায়ের কপি পাওয়ার আগেই আপত্তি জানিয়েছে। সোমবার ওই রায়ের কপি জমা দিয়ে প্রত্যায়নপত্র নিয়ে আপিল করবো।

এস এম এরশাদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।