বান্দরবানে জেএসএস সম্পাদককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৩০ এএম, ১৩ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

বান্দরবানে ৪৮ ঘণ্টার ব্যবধানে আরও এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের শিকার প্রু শৈ থোয়াই মারমা (৩৬) পাহাড়ি আঞ্চ‌লিক সংগঠন পার্বত‌্য জনসংহ‌তি স‌মি‌তির (জেএসএস-মূল) বান্দরবান সদর উপ‌জেলার সাধারণ সম্পাদক। তাকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর থানার কুয়ালং ইউনিয়নের চেমী ডলুপাড়ায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রু শৈ থোয়াই মারমা কুয়ালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার বাসিন্দা। তার বাবার নাম অং সা চিং মারমা।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, রা‌ত ৯টার দিকে পশ্চিম ডলুপাড়া এলাকা থেকে মারমা ন্যাশনালিস্ট পার্টির (এমএন‌পি) সশস্ত্র একটি গ্রুপ প্রু শে থোয়াই মারমা‌কে অস্ত্রের মুখে জোর করে তুলে নিয়ে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘অপহর‌ণের একটি ঘটনা শু‌নে‌ছি। ত‌বে এখনো পর্যন্ত কেউ থানায় লিখত অভিযোগ করেনি।’

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় আপ্রু মং (২০) নামে এক তরুণকে অপহরণ করা হয়। তুলে নিয়ে যাওয়ার ১৫ ঘণ্টা পর শনিবার তাকে ছেড়ে দেওয়া হয়।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।