পাবনা কারাগারের ৩০০ বন্দি পেলেন করোনা টিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৩ ডিসেম্বর ২০২১

পাবনা কারাগারে প্রথম পর্যায়ে ৩০০ কারাবন্দিকে করোনা টিকা দেওয়া হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ওই তিনশ জনকে প্রথম ডোজ দেওয়া হয়।

তাদেরকে ভারসেল সিরোভ্যাক ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরি জানিয়েছেন।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন।

সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরি জানান, পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনা জেলা কারাগার কর্তৃপক্ষ বন্দিদের ভ্যাকসিন প্রদানের এ উদ্যোগ গ্রহণ করে।

জেল সুপার মো. শাহ আলম খান জানান, পর্যায়ক্রমে সব বন্দিকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।