বাসচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

নেত্রকোনার মদনে বাসচাপায় রিয়াদ হোসেন (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি উপজেলার চাঁনগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। নিহত রিয়াদ হোসেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাজু মিয়ার ছেলে।

এ ঘটনায় সোমবার দুপুরে পরীক্ষা শেষে মদন পৌরসভার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। এতে সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

নিরাপদ সড়কের দাবিতে পরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন পরীক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের নিয়ে বিকেলে তার কার্যালয়ে কথা বলার আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ হোসেন চলতি এইচএসসি পরীক্ষার্থী। রোববার রাত ৮টার দিকে রূপক নামের এক বন্ধুকে নিজের মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে যায় রিয়াদ।

মদন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গেলে ঐশী এন্টারপ্রাইজ নামের একটি বাস পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে রিয়াদ হোসেন ও রূপক দুজনই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ জাগো নিউজকে বলেন, বাসচাপায় রিয়াদ নামের ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে। আমি তাদের সঙ্গে কথা বলবো আশ্বাস দিয়েছি। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক।

এইচ এম কামাল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।