পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানের দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান ও পণবোঝাই সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের দাশুড়িয়া মালিথা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী সরইকান্দি ফতেপুর গ্রামের মৃত আফের সরদারের ছেলে সেলিম সরদার (৩৫) ও লালপুরের তিলকপুর গ্রামের আব্দুল গণির ছেলে রাকিব (৩৫)।

jagonews24

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, পণ্যবোঝাই ট্রাকটি মুলাডুলি থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের দুই যাত্রী নিহত হন।

এ সময় উত্তেজিত জনতা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।