ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, সড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:২০ এএম, ১৪ ডিসেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ট্রাকচাপায় জালাল মিয়া (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম এলাকার আক্তার মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিল অটোরিকশাটি। সাতবর্গ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ফলবোঝাই ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী জালাল মিয়া নিহত হন। সড়কের ওপর ট্রাকটি উল্টে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে আছে। উল্টে যাওয়া ট্রাকটিতে ফল থাকায় তা সরিতে নিতে সময় লেগেছে। তাই যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আবুল হাসনাত/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।