ঘর পেল পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় বাবা-মা হারানো মীম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২১

চলতি বছরের মে মাসে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় বাবা-মা ও দুই বোন হারানো খুলনার তেরখাদা উপজেলার মীম পেয়েছে নিজের একটা ঘর।

মঙ্গলবার খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে বারাসাত ইউনিয়নের পানতিতা গ্রামে নির্মিত ঘরের চাবি মীমের হাতে হস্তান্তর করা হয়। এমপি নিজেই ঘরের চাবি তুলে দেন।

বিকেলে তেরখাদা উপজেলার গো-হাট উদ্বোধন, বারাসাত ইউনিয়নের পানতিতা গ্রামের পিতৃ-মাতৃহারা মীমের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তরসহ একাধিক অনুষ্ঠানে যোগ দেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শারাফাত হোসেন মুক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো. সাইদুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, খুলনার শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার।

jagonews24

চলতি বছরের ৩ মে দাদার মৃত্যুর খবরে মা-বাবা ও দুই বোনের সঙ্গে মীম আসছিল খুলনার তেরখাদার বারুখালি গ্রামে। পথে মর্মান্তিক স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারান মীমের বাবা মনির মিয়া (৩৮), মা হেনা বেগম (৩৬), ছোট দুই বোন সুমী আক্তার (৫) ও রুমি আক্তার (৩)। দুর্ঘটনার পর মীম ব্যাগ ধরে ভেসে থেকে কোনো রকমে প্রাণে বেঁচে যায়।

আলমগীর হান্নান/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।