সাজা এড়াতে পালিয়েছিলেন ১০ বছর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে র‌্যাব

কক্সবাজারের টেকনাফ থেকে জাহিদ হোসেন খলিফা (৫৫) নামে অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। তিনি বগুড়া সদর জেলার কাটনার পাড়া এলাকার আব্দুল কুদ্দুস খলিফার ছেলে। ১০ বছর ধরে তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় টেকনাফ র‌্যাব-১৫ ক্যাম্পের ইনচার্জ লেফটেনেন্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫ এর একটি দল কক্সবাজারের সদর কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার জাহিদ ১০ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মনামে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

লেফটেনেন্ট কমান্ডার মাহবুব রহমান আরও বলেন, তার বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাৎসহ আটটি মামলা আছে। এর মধ্যে আত্মসাৎ মামলায় তার ১০ বছরের কারদণ্ডাদেশ দেন বগুড়ার আদালত। গ্রেফতার জাহিদকে বগুড়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।