ভয়ংকর মাদক আইসসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
ভয়ংকর মাদক আইস, ইয়াবা ও পিস্তলসহ আটক দুই যুবক

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে এক কেজি ৩৬ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফনদী থেকে এগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন-একই ইউপির মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ (৪০) ও মিয়ানমারের মংডু থানার শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায় বিজিবি।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদ ছিল মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দমদমিয়া এলাকার পার্শ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে দুইটি বিশেষ টহলদল নাফনদীতে অবস্থান নেয়। এসময় হস্তচালিত একটি কাঠের নৌকা জালিয়ার দ্বীপের কাছাকাছি পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

নৌকার আরোহীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যেতে থাকলে নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিবি। পরে বিজিবির টহলদল স্পিডবোট নিয়ে ঘেরাও করে দুই আরোহীসহ নৌকাটি আটক করতে সক্ষম হয়। তাদের একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানব পাচারকারী এবং অপরজন মিয়ানমার নাগরিক। পরে নৌকাটি তল্লাশি করে একটি কম্বলের ভেতরে আইস, ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তাস্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।