বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আহত ১
প্রতীকী ছবি
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে রিতু চাকমা (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর থানাধীন টংকাবতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড পুনর্বাসন চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত রিতু চাকমা বান্দরবান সদর থানাধীন টংকাবতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড পুনর্বাসন চাকমা পাড়ার বাসিন্দা।
টংকাবতি ইউপি চেয়ারম্যান ফ্লুকাল জানান, সশস্ত্র সন্ত্রাসীরা রিতু চাকমাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরে জানতে পারি গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বোধিপ্রিয় চাকমা রিতুকে গুলি করার খবর শুনেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।
এএইচ/এএসএম