পাহাড়ি সড়কে সিরিজ ডাকাতি, মোটরসাইকেল ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি সড়কে সিরিজ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন উপজেলার শামলাপুর-হোয়াইক্যং সড়কের খুর খালী ব্রিজ এলাকায় চারটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি হয়।

ডাকাতরা যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেন। এসময় এক ব্যবসায়ীর মোটরসাইকেলও ছিনিয়ে নিয়ে যান তারা।

স্থানীয়রা জানান, রাতে সড়কের খুরখালী ব্রিজ এলাকায় চারটি সিএনজি ও একটি মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতরা। সেখানে যাত্রীদের মারধর করে টাকা ও মালামাল নিয়ে যান। এ এলাকায় প্রতিনিয়ত ডাকাতি হতো। গত কয়েক বছর বন্ধ থাকার সম্প্রতি আবারও শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, ছোট ভাই আলী মুন্না আমার মোটরসাইকেল নিয়ে হোয়াইক্যং বাড়ি থেকে শামলাপুর আমার চাউলের দোকানে আসার পথে ডাকাতির শিকার হন। ১০-১২ সদস্যের ডাকাতদল তাদের মারধর করে মোটরসাইকেলটি (চট্টমেট্রো-ল-১১-২৫১৯) ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পাহাড়ি জঙ্গলে ঢুকে গেলে তাদের ধরা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।