পাবনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হত্যায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১

পাবনা সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

গ্রেফতাররা হলেন- ভাঁড়ারা মহাদেবপুর পূর্বপাড়ার মো. খবির শেখের ছেলে মো. রবিউল ইসলাম রবি (৪০), কোলাদি বিজয় রামপুর মো. নাদের বিশ্বাসের ছেলে মো. শহিদুল ইসলাম শহিদুল্লাহ (৩০) ও মহাদেবপুর পূর্বপাড়া এলাকার মো. তাহেজ উদ্দিনের ছেলে মো. সিরাজ শেখ (৩৬)। তাদের বিরুদ্ধে হত্যা-অস্ত্র মামলাসহ একাধিক মামলা বিচারাধীন।

এরআগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর সকালে নৌকার প্রার্থী আবু সাঈদ খাঁন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলিতে উভয়পক্ষের ১০ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খান নিহত হয়েছেন।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।