শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন মাদকাসক্ত স্বামী

গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন মাদকাসক্ত স্বামী। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূর নাম কেয়া মনি (২০)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের শওকাত মোল্লার মেয়ে। অভিযুক্ত স্বামী ইসমাইল মুন্সি সদর উপজেলার পুরাতন মানিকদাহ গ্রামের রফিক মুন্সির ছেলে।

আহত কেয়ার মা বলেন, ২০১৭ সালে কেয়া মনির সঙ্গে বিয়ে হয় ইসমাইল মুন্সির। বিয়ের পর থেকে মাদকের টাকা সংগ্রহের জন্য কেয়াকে নির্যাতন করত ইসমাইল। একপর্যায়ে বাবার বাড়ি চলে যায় কেয়া। এরই জেরে শনিবার কয়েকজন লোক নিয়ে শ্বশুরবাড়ি যায় ইসমাইল। একপর্যায়ে কেয়াকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহত কেয়াকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।