নেত্রকোনায় স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার একটি বাসা থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে মডেল থানা পুলিশ ওই বাসার তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মারা যাওয়া শিক্ষিকা নাজমুন্নাহার (৫২) শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক ছিলেন। তার বাবার বাড়ি সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকার তাতিয়র গ্রামে। তিনি শহরের মোক্তারপাড়া এলাকায় দেওয়ান ভবন নামের একটি পাঁচ তলার ভবনের তৃতীয় তলায় ভাড়া নিয়ে একা থাকতেন।

এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুন্নাহার গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ইউনিটের লোকজন দরজায় ধাক্কা দেন। পরে মোবাইল ফোনে চেষ্টা করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা জাগো নিউজকে জানান, ময়নাতদন্ত শেষে ওই শিক্ষিকার মরদেহ শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরিদর্শক সোহেল রানা আরও জানান, শিক্ষিকা নাজমুন্নাহারের একমাত্র মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর খালাতো বোনের স্বামী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাসেল মাহমুদের সঙ্গে প্রায় চার বছর আগে বিয়ে হয় নাজমুন্নাহারের। কিন্তু তিনি পৃথক বাসা নিয়ে একা থাকতেন।

এই স্কুলশিক্ষিকা বেশ কিছু দিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন বলেও জানান পুলিশের ওই পরিদর্শক।

এইচ এম কামাল/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।