অফিস শেষে বিশ্রাম নেওয়ার সময় মৎস্য কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২ পিএম, ২০ ডিসেম্বর ২০২১
সোনাগাজী উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী এএইচএম নুরুল আমীন

অফিস শেষে বিশ্রাম নেওয়ার সময় ফেনীর সোনাগাজী উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী এএইচএম নুরুল আমীনের (৫২) মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ক্ষেত্র সহকারী হিসেবে কাজ করতেন নুরুল আমীন। সোমবার (২০ ডিসেম্বর) অফিস শেষে তিনি ডরমিটরিতে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় হঠাৎ তার খিঁচুনি হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস বলেন, মৎস্য বিভাগের ওই স্টাফ হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবদুর রহীম সরকার জানান, মৎস্য বিভাগের ওই স্টাফ মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।

নুর উল্লাহ কায়সার/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।