মগড়া নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

নেত্রকোনার মদনে মগড়া নদীতে গোসলে নেমে সোনামণি (১২) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ির পেছনে নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। সোনামণি মদন উপজেলার মদন ইউনিয়ের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে মগড়া নদীতে গিয়ে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা বাড়ি এসে তাকে বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়।

মদন ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, উদ্ধার অভিযান শুরু হয়েছে। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার (২২ ডিসেম্বর) আবারও অভিযান চালানো হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামাল হোসাইন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।