হবিগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় হবিগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।