গোপালগঞ্জে ক্রিকেট লিগ চালুর দাবিতে খেলোয়াড়দের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০২১

গোপালগঞ্জে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন খেলোয়াড়রা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ক্রিকেটাররা। এসময় ক্রিকেট লিগ চালুর দাবিতে বিভিন্ন লেখা-সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। গোপালগঞ্জ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।

jagonews24

মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আল মাহমুদুল হাসান লিংকন, সাধারণ সম্পাদক লিপটন শিকদার, শেখ জামিল আহম্মেদ তামিম, সৌরেন মন্ডল, সিকদার প্রান্ত ও সাজেদুল ইসলাম সজীব বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ২০১২ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পুনঃসংস্কার করা হয়। এরপর ২০১৪ সাল থেকে কোনো ক্রিকেট লিগ চালু হয়নি। এতে জেলার ক্রিকেটারা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ কারলে জেলা থেকে কোনো ক্রিকেটার বড় কোনো পার্যায়ে খেলার সুযোগ পাচ্ছেন না। এতে ক্রিকেটাররা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এসময় দ্রুত এ স্টেডিয়ামে ক্রিকেট লিগ চালুর দাবি জানান তারা।

jagonews24

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে স্মারকলিপি দেন ক্রিকেটাররা।

মেহেদী হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।