পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সমুদ্রে পড়ে সার্ভেয়ারের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাবাহী মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় সমুদ্রে পড়ে শামীম ফয়েজ (৬৫) নামে এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শামীম খুলনা খালিসপুর এলাকার মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ারস প্রাইভেট লিমিটেড সার্ভে কোম্পানির সার্ভেয়ার ছিলেন। তিনি পটুয়াখালী কাস্টমস অফিসের হয়ে গভীর সমুদ্রে সার্ভে করতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম বুধবার সকালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে সোনার বাংলা নামের একটি লাইটার জাহাজে করে রাবনাবাদ চ্যানেলের পায়রা বন্দরের ফেয়ার বয়া (রাবনাবাদ নদী থেকে ৩০ নটিক্যামাইল গভীরে) এলাকায় যান।

সেখানে ইন্দোনেশিয়ার বালিকপাবন বন্দর থেকে আগত কয়লাবাহী মাদারভ্যাসেল ‘এমভি নেরাইডায়’ কয়লা পরিমাপ করতে ওঠেন। পরে কয়লা পরিমাপ শেষে ওই মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় তিনি পা পিছলে সমুদ্রে পড়ে যান। কিছুক্ষণ পর দুই জাহাজের নাবিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।