খুঁটির সঙ্গে বেঁধে গৃহবধূকে রাতভর নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

বান্দরবানের লামায় প্রবাসীর স্ত্রীকে রাতভর নির্যাতন, মারধর ও ঘরে লুটপাটের অভিযোগ উঠেছে দেবর জয়নালের বিরুদ্ধে।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার রূপসীপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুই সন্তান নিয়ে প্রবাসীর স্ত্রী বসবাস করতেন। বুধবার দিনগত রাত ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দেবর জয়নালসহ অজ্ঞাত আরও কয়েকজন মুখ চেপে ধরে বেঁধে রাতভর নির্যাতন করে ঘরের আলমারি, ওয়ারড্রব ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বাড়ির জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখে প্রতিবেশীরা জিজ্ঞেস করলে বিষয়টি জানাজানি হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৌখিকভাবে তার সৎ দেবর জয়নাল এ ঘটনা ঘটিয়েছে বলে জানান। তবে ভিক্টিমের চিকিৎসা শেষে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।