সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফেনীতে মাথায় কাফন বেঁধে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে কাফন মাথায় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে আমরা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এসময় স্থানীয় ভোটার সাইফুল ইসলাম বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কিন্তু নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে একপক্ষ হুমকি দিচ্ছে।

স্থানীয় আলমগীর হোসেন বলেন, আগে থেকেই জেলার বড়পদস্থ সরকারদলীয় নেতাকর্মীরা এলাকায় যাতায়াত করছেন। নির্বাচনের দিনও তারা মাঠে থাকবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

নুর উল্লাহ কায়সার/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।