ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, ধামাচাপা দেওয়ার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
অভিযুক্ত সাব্বির চৌধুরী

নেত্রকোনার মদনে প্রতিবেশী যুবকের ধর্ষণে এক তরুণীর (১৮) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ধামাচাপা দেওয়া অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী তরুণীর পরিবারকে হুমকি ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করছেন তারা।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার শিবপাশা গ্রামের শামীম চৌধুরীর ছেলে সাব্বির চৌধুরীর (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই তরুণীর। বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন সাব্বির। একপর্যায়ে তরুণীর শারীরিক পরিবর্তন হলে বিষয়টি স্বজনদের নজরে আসে। পরে স্বজনরা পরীক্ষা করে জানতে পারেন ওই তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় সাব্বিরের পরিবারকে জানালে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এরপর থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সাব্বিরের পরিবার।

এ ব্যাপারে ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য সাব্বির ও তার পরিবারের লোকজন চাপ দিচ্ছেন। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কিছু বলতে পারতেছি না। আমি এর বিচার চাই।’

তরুণীর মা বলেন, ‘আমরা গরীব মানুষ। সাব্বিরের পরিবার প্রভাবশালী। ডাক্তারি পরীক্ষার রিপোর্টগুলো তারা নিয়ে যেতে চায়। টাকার বিনিময়ে আমার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিয়ে যাচ্ছে।’

বিষয়ে জানতে চাইলে সাব্বিরের বাবা শামীম চৌধুরী বলেন, ‘ঘটনাটি প্রকাশ পাওয়ার পর আমার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। বিষয়টি সমাধান করার জন্য আমার চাচা মুজিবুর চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মেয়েটির গর্ভে যে সন্তান রয়েছে তা আমার ছেলে সাব্বিরের না।’

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।