বকশীগঞ্জ ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার করায় মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

আসন্ন ইউপি নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার বিপক্ষে কাজ করায় জামালপুরের বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার করায় এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা ছাত্রলীগ সভাপতি মো. নিহাদুল আলম নিহাদ এবং সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ হয়।

বকশীগঞ্জ ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার করায় মিষ্টি বিতরণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৌকা প্রতীকের বিপক্ষে প্রচারণার অভিযোগে ছাত্রলীগের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। এছাড়া কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানাতে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

বকশীগঞ্জ ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার করায় মিষ্টি বিতরণ

বহিষ্কারাদেশ নিয়ে জাহিদুল ইসলাম জুমান তালুকদার বলেন, বহিষ্কারের জবাব দুই তিনদিনের মধ্যই দেওয়া হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম নিহাদ জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা ছাত্রলীগের সভাপতিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাছাড়াও মেয়াদোত্তীর্ণ বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।